সিরিয়ায় বাগদাদির বোন আটক

SHARE

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান ও স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদির বোনকে আটক করা হয়েছে। এমনটাই বলে দাবি করছেন তুরস্কের এক শীর্ষ কর্মকর্তা।

তুরস্কের ওই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদির ওই বোনের নাম রাসমিয়া আওয়াদ; বয়স ৬৫ বছর। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আজাজ শহর থেকে সোমবার বাগদাদির বোনকে আটক করা হয়েছে। রাসমিয়াকে আটকের সময় তার স্বামী ছাড়াও পাঁচ সন্তান ও পুত্রবধূ ছিলেন।

তিনি বলেছেন, বাগদাদির বোনের কাছ থেকে আমরা আইএসের ভেতরকার অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো বলে আশা করছি। রাসমিয়ার স্বামী ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের এক বিশেষ অভিযানের সময় আত্মঘাতী হন আইএস এর প্রতিষ্ঠাতা ও আবু বকর আল বাগদাদি। প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগদাদির মৃত্যুর বিষয়টি ঘোষণা দিলেও অনেকেই তার মৃত্যু নিয়ে ছিলেন সন্দিহান। গত বৃহস্পতিবার বাগদাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আইএস।