এসেই রাহুলকে ফেরালেন আমিনুল

SHARE

খবর > ক্রিকেট

এসেই রাহুলকে ফেরালেন আমিনুল
আরিফুল ইসলাম রনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 03 Nov 2019 06:51 PM BdST Updated: 03 Nov 2019 08:02 PM BdST

সংক্ষিপ্ত স্কোর: ভারত ৬.৩ ওভারে ৩৬/২
শুরুতেই শফিউলের আঘাত

ম্যাচের প্রথম বলে বাউন্ডারিতে শুরু। পঞ্চম বলে বাউন্ডারি আরেকটি। রোহিত শর্মার কাছে দুটি বাউন্ডারি হজমের পর শেষ বলে শোধ তুললেন শফিউল ইসলাম। ভেতরে ঢোকা বলে ফিরিয়ে দিলেন রোহিতকে। ভারতীয় অধিনায়ক টিকলেন না রিভিউ নিয়েও।

অফ স্টাম্পের বাইরে পিচ করা বল সিমে পড়ে ঢোকে ভেতরে। রোহিতের ডিফেন্সকে ফাঁকি দিয়ে লাগে পায়ে। শফিউলের আবেদনে সাড়া দিতে খুব একটা সময় নেননি আম্পায়ার। অপরপ্রান্তে শিখর ধাওয়ানের সঙ্গে পরামর্শ করে রিভিউ নেন রোহিত। আম্পায়ার্স কলে টিকে থাকে শফিউলের সাফল্য।

৫ বলে ৯ রান করে ফিরলেন রোহিত। প্রথম ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০।

প্রথমবার দুবে

হার্দিক পান্ডিয়ার চোটে স্কোয়াডে সুযোগ পাওয়া শিবম দুবে জায়গা পেয়েছেন একাদশেও। কোচ রবি শাস্ত্রীর কাছ থেকে তিনি পেয়েছেন টি-টোয়েন্টি ক্যাপ। ২৬ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডারের এটি আন্তর্জাতিক অভিষেক।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, শিবম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, দিপক চাহার, খলিল আহমেদ।
নাঈমের অভিষেক

বাংলাদেশের টি-টোয়েন্টি ক্যাপ পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। আন্তর্জাতিক ক্রিকেটেই প্রথমবার খেলতে নামছেন এই টপ অর্ডার। গত মাসে দেশের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ২০ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৬৭তম ক্রিকেটার তিনি।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
টসে হাসি বাংলাদেশের

মুদ্রা নিক্ষেপ করলেন রোহিত শর্মা, মাহমুদউল্লাহ ডাকলেন ‘হেড’। জিতলেন বাংলাদেশ অধিনায়ক, বেছে নিলেন বোলিং।

মাহমুদউল্লাহ জানালেন, ভারতকে যত কমে সম্ভব আটকে রান তাড়া করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

রোহিত জানালেন, রাতে শিশির পড়বে বলে টস জিতলে আগে বোলিং নিতেন তারাও। তবে আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ জিততে চান ভারত অধিনায়ক।