ঢাকা মেডিকেলে নবজাতকের লাশ উদ্ধার

SHARE

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের সামনের ড্রেন থেকে এক মৃত নবজাতক কন্যার লাশ উদ্ধার করা হয়েছে। নবজাতকের বয়স আনুমানিক এক দিন।

আজ রবিবার সকাল সাড়ে ৯টায় জরুরি বিভাগের সামনে গাড়ি পার্কিংয়ের স্থান থেকে নবজাতক উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জরুরী বিভাগের গাড়ি পার্কিংয়ের সামনে কে বা কাহারা এই মৃত নবজাতককে ফেলে রেখে যায় বলে জানান তিনি।

শাহবাগ থানা পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে।