ডেমরায় ইয়াবা-নগদ টাকাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

SHARE

রাজধানীর ডেমরা থানার ডগাই মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১। তারা হলেন শাহনেওয়াজ (২২), মো. মাসুদুর রহমান মাসুদ (৩৮), মো. টিটু (৪৩)। এ সময় তাদের কাছ থেকে ২৪,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন ও প্রায় পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়।

আজ শনিবার র‌্যাব-১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় নদী পথে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার হতে ইয়াবার চালান নিয়ে আসে। পরবর্তীতে ইয়াবার চালানগুলো প্রাইভেটকারে ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিতে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারগুলোতে বিভিন্ন গোপন প্রকোষ্ঠ তৈরি করে। এই চক্রের অন্যতম সদস্য রাজধানীর জনৈক মাদক কারবারি। তিনি অবৈধভাবে ইয়াবার চালান দেশে নিয়ে এসে তার সহযোগী শাহনেওয়াজ, মাসুদ ও টিটুর মাধ্যমে মাদকের চালান ঢাকারসহ আশপাশের এলাকায় নিয়ে এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।