র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ সীতাকুণ্ডে, নিহত ৩

SHARE

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার ছোটকুমিরা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে র‍্যাবের দাবি, নিহতরা ডাকাতদলের সদস্য। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং দুইটি ধারালো অস্ত্র (দা) উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে র‍্যাবের পক্ষ থেকে।

র‌্যাব-৭’র উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের ভাষ্যমতে, ভোরে র‌্যাবের টহলদলের সঙ্গে ছোটকুমিরা এলাকায় আন্তঃজেলা ডাকাতদলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ, একটি বিদেশি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।