ভয়ঙ্কর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের দাবানল, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২০ লাখ

SHARE

দাবানল নিয়ন্ত্রণে আনতে না পারায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে বিশ লাখেরও বেশি মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশংকা তৈরি হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার প্রায় ৯০ হাজার মানুষকে অগ্নিকাণ্ডের আশংকায় ঘর ছাড়তে হয়েছে।

আজ রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক কর্মকর্তা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন , বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে ৯ লাখ ৪০ হাজার বসতবাড়িসহ উত্তর ক্যালিফোর্নিয়ার ৩৬টি কাউন্টির ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে, অঙ্গরাজ্যেটির ইতিহাসে একসঙ্গে এত মানুষের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানা যায়।

এ অবস্থায় সান ফ্রান্সিসকোর উত্তরে উইন্ডসোর ও হেল্ডসবার্গ শহরের আরও ৫০ হাজার বাসিন্দাকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ছেয়ে গেছে ক্যালিফোর্নিয়ার আকাশ। দাবানল ধেয়ে আসতে থাকায় বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হন হাজারো পরিবার। শিশুদের সঙ্গে নিয়ে অনেকেই পাড়ি জমাচ্ছেন অন্যান্য জায়গায়।

তারা বলছেন, রাত তিনটার সময় সরকারি লোকজন আমাদের দরজায় কড়া নাড়ে এবং আমাদেরকে ওই মুহূর্তেই পালানোর নির্দেশ দেয়। সেসময়ই মৃত্যু খুব কাছ থেকে দেখি আমরা।

বিদ্যুৎ নেই। টেলিভিশন চলছে না, মোবাইল সেবা বন্ধ, এমন অবস্থায় পরিস্থিতি কি আর কোনদিকটা নিরাপদ, কিছুই জানা সম্ভব ছিল না। হঠাৎই আগুন একদম কাছে চলে আসতে দেখে পূর্বপ্রস্তুতি ছাড়াই পালাতে হয় আমাদের।

শনিবার নতুন করে সান ফ্রান্সিসকোর উত্তরাঞ্চলীয় উইন্সসোর ও হেল্ডসবার্গ শহরে আরও ৫০ হাজার বাসিন্দাকে দ্রুত অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

আগুন নেভাতে কয়েক হাজার সরকারি কর্মী দিন-রাত কাজ করে গেলেও তীব্র বাতাসে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেস ও সোনোমা কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার।

আতঙ্ক আর অনিশ্চয়তাই এখন ক্যালিফোর্নিয়াবাসীর কাছে নির্মম বাস্তবতা। একটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা থেকে সূত্রপাত হয় দাবানলের আর এতে ভুক্তভোগী হাজারো পরিবার।