ভারতীয় উপকূলে পাকিস্তানি নৌকা!

SHARE

ভারতের উপকূলের কাছে পাকিস্তানি নৌকার সন্ধান মিলেছে। দুটি পাকিস্তানি নৌকা জব্দ করেছে বিএসএফ। ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে, পাকিস্তান নিজের জঙ্গি লঞ্চপ্যাড তৈরি রেখে জলপথে হামলার ছক কষছে। আর সেই আশঙ্কা খানিকটা উসকে দিয়ে গুজরাট সীমান্তের জলপথে ঘটে গেছে এই সন্দেহজনক ঘটনা।

জানা গেছে, বিএসএফ-এর নজরদারিতে গুজরাটের কচ্ছ সংলগ্ন হারামি নালায় দুটি নৌকা ধরা পড়েছে। পরিত্যক্ত অবস্থায় পাকিস্তানের ওই দুটি নৌকা সেখানে ছিল। এরপর চরম তত্‍পরতায় তল্লাশি শুরু করা হয়।

গুজরাট সংলগ্ন হারামি নালা এমন একটি জায়গা যেখানে, প্রায়ই দেখা যায় পাকিস্তানের নৌকা। বহু সময়ে পাকিস্তানি মত্‍সজীবীরা এসে সেখানে নৌকা হারিয়ে চলে যায়। তাই এভাবে নৌকা হারানোর ঘটনা নতুন নয়।

এদিকে, ভারতীয় গোয়েন্দা রিপোর্টে বার বার সতর্ক করা হয়েছে পাকিস্তানের বিভিন্ন নাশকতার ঘটনা নিয়ে। সেখানে জানানো হয়েছে, জলপথ ব্যবহার করে গুজরাট ও রাজস্থান সীমান্ত দিয়ে পাকিস্তানি গুপ্তচর তথা জঙ্গিরা মরিয়াভাবে অনুপ্রবেশের চেষ্টা করে যাচ্ছে। তাই ওই নৌকা থেকে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র : কোলকাতা২৪