উত্তরা থেকে ক্যাসিনোর সরঞ্জাম আটক, নেপথ্যে চীনা নাগরিক

SHARE

রাজধানীর উত্তরায় একটি চীনা মালিকানাধীন আবাসিক হোটেল থেকে ক্যাসিনো খেলার দুটি ‘মাহাজং’ জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্যাসিনোর ইলেকট্রিক গ্যাম্বলিং খ্যাত যন্ত্র দুটি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জব্দ করে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, উত্তরার হবনব কফি হাউস ও চাইনিজ রেস্টুরেন্ট এবং এর আবাসিক হোস্টেলে এ অভিযান চালানো হয়। রেস্টুরেন্ট দুটি উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ এলাকায়। আর আবাসিক হোটেলটি উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ৫৬ নম্বর ভবনে।

প্রতিষ্ঠান দুটির মালিক চীনা নাগরিক কেন্ট। এই প্রতিষ্ঠানটি মিথ্যা তথ্যে আমদানি করা এসব যন্ত্রে দুই লাখ ৮৫ হাজার টাকা শুল্ক ফাঁকি দিয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার রাজধানীর বনানী এলাকার নিউ ড্রাগন চাইনিজ রেস্টুরেন্ট থেকে ক্যাসিনো খেলার একটি মাহাজং মেশিন জব্দ করা হয়।
কাস্টমস সূত্র জানায়, আমদানিকারক নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল চীন থেকে ২০১৮ সালের জুলাই মাসে ২০টি কার্টনে সাত সেট ক্যাসিনো খেলার মাহাজং মেশিন আমদানি করে। ক্যাসিনোর পণ্যগুলো বিভিন্ন চীনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো।