শাহজালাল বিমানবন্দরে ৭৩ আইফোন জব্দ

SHARE

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনার সময় ৭৩টি আইফোন (১১ প্রো) উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ ফোনের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

বৃহস্পতিবার রাতে কাস্টমস হাউসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত ১টায় এ ফোনগুলো জব্দ করা হয়েছে।

কাস্টম হাউসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য গোপন করে গ্রিন চ্যানেল দিয়ে ফোনগুলো এক ব্যক্তি নিয়ে আসছিল। এ সময় তল্লাশি চালিয়ে আইফোনগুলো জব্দ করা হয়।

কাস্টম হাউজ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারি বাড়ায় কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে বুধবার মধ্যরাতে হংকং থেকে ঢাকাগামী ফ্লাইট নম্বর কেএ-১১০ এর যাত্রী মোস্তফা মিয়াকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে তার বহন করা লাগেজে ৭৩টি সবশেষ মডেলের আইফোন পাওয়া যায়। জব্দ পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

জব্দ পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।