এবার কাবা শরিফ ধৌত করেছেন তারা

SHARE

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে মক্কার গভর্নর যুবরাজ খালিদ আল-ফায়সাল এবার পবিত্র কাবা শরিফ ধৌত করার নেতৃত্ব দিয়েছেন। চলতি মাসের ১৬ তারিখ পবিত্র কাবা শরিফ ধৌত করা হয়েছে।

জানা গেছে, কাবা শরিফ দৌত করার কাজে হাত লাগানোর সৌভাগ্য হয়েছে পবিত্র দুই মসজিদের দায়িত্বে থাকা শেখ ডা. আবদুলরহমান আল সাউদিস, মক্কার ডেপুটি গবর্নর যুবরাজ বদর বিন সুলতান বিন আবদুল অজিজ, হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. মোহাম্মদ সালিহ বেততিনসহ আরো অনেকের।

এ বছর জমজমের পানি ও গোলাপজল মিশ্রিত বিশেষ পানি দিয়ে কাবা শরিফ ধৌত করার পর ভেজানো পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলা হয়।

প্রসঙ্গত, কাবা শরিফের ভেতরের দেয়ালগুলো সবুজ ভেলভেটের পর্দা দিয়ে আবৃত। ওইসব পর্দা প্রতি তিন বছর পর পর পরিবর্তন করা হয়। এর ছাদে ১২৭ সেন্টিমিটার লম্বা ও ১০৪ সেন্টিমিটার প্রস্থের একটি ভেন্টিলেটর রয়েছে।

যা দিয়ে ভেতরে সূর্যের আলো প্রবেশ করে। এটি একটি কাচ দিয়ে ঢাকা। প্রতিবছর দুই বার কাবা শরিফের ভেতর ধৌত করার সময় এ কাচ খোলা হয়। এবারও কাচটি খোলা হয়েছিল।