‘ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ছে কাশ্মীরিরা’

SHARE

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে কাশ্মীর। কাশ্মীর পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টকে এর আগে একটি হলফনামা জমা দেন সিপিআই (এম) নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইউসুফ তারিগামি। আর আজ মঙ্গলবার তিনি সিপিআই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বর্তমান কাশ্মীর পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেন। এসময় তিনি বলেন, কাশ্মীরে এখন একেবারে দমবন্ধ করা পরিবেশ।

ইউসুফ বলেন, কেন্দ্রীয় সরকার দাবি করেছে সেখানে কেউ মারা যায়নি, অথচ ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ছে কাশ্মীরীরা। সেখানে তাদের একেবারে দমবন্ধ হয়ে আসছে। তার বক্তব্য, সকল কাশ্মীরা বাঁচতে চায় এবং তাদেরও যেন একটা সুযোগ দেওয়া হয়।

তিনি আরো বলেন, গত ৪০ দিন ধরে সেখানে কোনো ইন্টারনেট পরিষেবা নেই, নেই কোনো চিকিৎসা ব্যবস্থা। দোকানপাট বন্ধ, স্কুল খুলছে না। পরিবহন ব্যবস্থাও কার্যত বন্ধ। ৪০ দিন ধরে মানুষ কোনো কাজ করতে না পারায় তাদের আয় রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কাশ্মীরের এক বিশাল সংখ্যক মানুষের প্রতিদিনের কাজ তথা আয় বন্ধ হয়ে গেছে।