‘হাউডি মোদি’ অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্প!

SHARE

আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হিউস্টনে ‘হাউডি মোদি’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অন্তত ৫০ হাজার ভারতীয় ওই অনুষ্ঠানে যোগ দেবেন। আর সেই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগ দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

জানা গেছে, ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

তবে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওই অনুষ্ঠানে থাকবেন। শুধু তাই নয়, সেখানে বক্তব্যও রাখবেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম কোনও বিশাল সমাবেশে যৌথভাবে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট।

এটা নজিরবিহীন ঘটনা বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে নরেন্দ্র মোদি দু’বার যুক্তরাষ্ট্রে প্রবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখেন। ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে ট্রাম্প উপস্থিত থাকবেন। এতে খুশি বলে টুইট করে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

সূত্র : নিউজ এইটিন