দুই মাসে রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে ১২.৮৭ শতাংশ

SHARE

২০১৯-২০ অর্থবছরের প্রথম দুই মাসে প্রবাসী বাংলাদেশিরা ৩ হাজার ৮০.৫৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় এই অর্থ ১২.৮৭ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক (বিবি) এ তথ্য জানায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৯৭.৬৯ মিলিয়ন মার্কিন ডলার এবং আগস্ট মাসে এসেছে ১ হাজার ৪৮২.৮৪ মিলিয়ন মার্কিন ডলার। এদিকে ২০১৮-১৯ অর্থবছরের জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৩১৮.১৮ মিলিয়ন মার্কিন ডলার। আর আগস্ট মাসে এসেছিল ১ হাজার ৪১১.০৫ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের আগস্ট মাসে ৬ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক- অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল গ্রহণ করেছে ৩৭৭.৮৯ মিলিয়ন মার্কিন ডলার। আর রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক গ্রহণ করেছে ২৩.৬৬ মিলিয়ন মার্কিন ডলার।
রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ১৬৭.১৩ মিলিয়ন ডলার, জনতা ব্যাংক ৭৭.৯৫ মিলিয়ন ডলার, রূপালী ব্যাংক ২১.৪৩ মিলিয়ন ডলার, সোনালী ব্যাংক ১১১.২০ মিলিয়ন ডলার এবং বেসিক ব্যাংক ০.০৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স গ্রহণ করেছে।
অপরদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ১ হাজার ১৮২.৯০ মিলিয়ন ডলার। এ ছাড়া প্রবাসীরা বৈদেশিক বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে পাঠিয়েছেন ১৩.৩৪ মিলিয়ন মার্কিন ডলার।
তথ্যসূত্র : বাসস