চাঁদের কক্ষপথে ঢুকে ছবি পাঠিয়েছে ভারতীয় মহাকাশযান ‘চন্দ্রযান ২’

SHARE

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) পাঠানো ‘চন্দ্রযান ২’ চাঁদের কক্ষপথে ঢোকার পর প্রথম ছবি পাঠিয়েছে পৃথিবীতে। এমন সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত ইসরোর বিজ্ঞানীরা। আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামার কথা রয়েছে মহাকাশযানটির।

সম্প্রতি ইসরোর পক্ষ থেকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে চন্দ্রযানের পাঠানো সেই ছবি শেয়ার করা হয়েছে। ওই ছবি টুইট করে বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রযানের পাঠানো ছবিতে চাঁদের ভূপৃষ্ঠে ‘অ্যাপোলো ক্রেটার’-এর উপস্থিতি বোঝা যাচ্ছে। দেখা যাচ্ছে ‘মেল ওরিয়েন্টেল’-ও।

গত মঙ্গলবার চাঁদের কক্ষপথে ঢুকেছে চন্দ্রযান ২। এরপর বুধবারই চাঁদের ভূপৃষ্ঠের নিখুঁত ছবি তুলে পাঠিয়েছে।

চাঁদের প্রায় ২ হাজার ৬শ ৫০ কিলোমিটার দূর থেকে ২১ আগস্ট ছবিটি তুলেছে চন্দ্রযান ২ এর সঙ্গে থাকা বিক্রম ল্যান্ডারের ক্যামেরা।

চন্দ্রযান যাবে চাঁদের অন্য মেরুতে। যেখানে এখন পর্যন্ত বড় কোনো অভিযান পরিচালিত হয়নি। অভিযানে অনেক নতুন তথ্য উঠে আসবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।