আম আদমি পার্টির সদর দপ্তরে হামলা

SHARE

aseআদমি পার্টির কৌশাম্বির সদর দপ্তরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে প্রায় ৫০ থেকে ৬০ জন দুর্বৃত্ত। অফিস লক্ষ্য করে এলোপাথারি ইট -পাথর ছোঁড়া তারা। কাশ্মীর প্রসঙ্গে প্রশান্ত ভূষণের মন্তব্যের জেরেই এই হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীরা কেজরিওয়ালের বিরুদ্ধেও স্লোগান দেয়। আপের সদর দপ্তরে হামলার জেরে দিল্লি সচিবালয়ের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।

কেজরিওয়ালের কৌশম্বির বাড়ির অদূরে আম আদমি পার্টির অফিসে এই হামলার হয় বুধবার সকাল ১১টা নাগাদ। প্রায় ৫০ জন দুর্বৃত্ত ব্যাপক ভাবে ভাংচুর চালায় আপ সদর কার্যালয়ে।
সেই সময় সেখানে উপস্থিত এক আপ কর্মী জানান, “ওরা আমাদের ইট ছোঁড়ে। লাঠি নিয়ে হামলা করে।”

 

আম আদমি পার্টির কার্যালয়ের সামনে লাগানো সি সি টি ভি ফুটেজে ধরা পড়েছে বেশ কয়েকজন পতাকা হাতে বাড়ির জানালা ভাঁঙছেন।
পুলিস সূত্রে জানা যায়, ঘটনায় অভিযোগের আঙুল হিন্দু সংগঠন গুলোর বিরুদ্ধে।