দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই নারী ফুটবলারদের অর্জন

SHARE

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর উচ্চমাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে নারী ফুটবলারদের অর্জিত মেডেল ও সনদপত্র।

মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির অফিস কক্ষে আগুনে পোড়ার চিহ্ন দেখা যায়। দেশ জুড়ে নারী ফুটবলারদের জন্য স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে স্কুলের অফিস কক্ষ খোলার পর দেখা যায়, কাঠের টেবিলের ওপর ও মেঝেতে গুরুত্বপূর্ণ কাগজপত্র, সনদ ও মেডেল পোড়া অবস্থায় পড়ে আছে। কাগজ ছাড়াও একটি কম্পিউটারের অংশ বিশেষ পোড়া অবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা।

তালা ভেঙে দুর্বৃত্তরা আগুন দিয়েছেন বলে অভিযোগ করেন কলসিন্দুর উচ্চমাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রতন মিয়া। তিনি বলেন, পুড়ে যাওয়া জিনিসের মধ্যে আছে ২০১৬ ও ২০১৭ সালে উপজেলা পর্যায়ে এই প্রতিষ্ঠানের মেয়েদের অর্জন করা সনদ ও মেডেল।

এই বিষয়ে জানতে চাইলে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্কুলের পক্ষ থেকে সন্দেহভাজন কারও নাম বলা হয়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।