রাফিকে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

SHARE

অগিদগ্ধ মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। আজ বিকেল সাড়ে ৫টার সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন নুসরাতকে দেখতে যান। এ সময় ঢাকা মেডিক্যালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের সাথে প্রধানমন্ত্রীর কথা হয়।

এর পর ডা. সেন সাংবাদিকদের বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েছি। তিনি নুসরাতকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে সিঙ্গাপুরে নেওয়া নির্দেশ দিয়েছেন। এবং মেয়েটির চিকিৎসাব্যয় সরকার বহন করবে বলেও তিনি বলেছেন। আমরা এরই মধ্যে সিঙ্গাপুর হাসপাতালের সাথে কথা বলেছি। তারা এতটা বার্ন বা দগ্ধ রোগী নিতে চাচ্ছে না। তার পরও আমরা তাদের আমাদের প্রধানমন্ত্রীর কথা বলেছি। যদি তারা রাজি হয়, আমরা প্রস্তুতি নিচ্ছি, আজ রাতেই নুসরাতকে সিঙ্গাপুর পাঠানো হবে।

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে ওই ছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দগ্ধ ছাত্রীর বাড়ি সোনাগাজী পৌরসভার চরচান্দিয়া গ্রামে। সে আলিম পরীক্ষার্থী।