দু’দিন আগে কূপে পড়েছে শিশু, চলছে উদ্ধার অভিযান

SHARE

ভারতের উত্তরপ্রদেশে সংকীর্ণ ও গভীর পানির কূপে দুই দিন ধরে আটকে থাকা সাত বছর বয়সী এক মেয়েকে উদ্ধার করতে অভিযান চালাচ্ছে জাতীয় দুর্যোগ প্রতিরক্ষা বাহিনী এবং সেনাবাহিনী।

গত বুধবার ফারুখখাবাদ জেলার কামালগঞ্জ এলাকার রাসিদপুর গ্রামে বাড়ির পাশে খেলার সময় ৬০ ফুট গভীর সংকীর্ণ পানির কূপে মধ্যে পড়ে গিয়েছিল সীমা।

ফারুখখাবাদ জেলার বিচারক মনিকা রানী বলেন, ‘জাতীয় দুর্যোগ প্রতিরক্ষা বাহিনী এবং সেনাবাহিনী মেয়েটিকে বাঁচানোর জন্য তাদের যথাসাধ্য চেষ্টা করছেন। কিন্তু ঝুরঝুরে মাটির কারণে মেয়েটির কাছে পৌঁছাতে অসুবিধা হচ্ছে।’

কর্মকর্তারা জানান, ঝুরঝুরে মাটি ও বালি থাকার কারণে উদ্ধার করার জন্য সমান্তরাল কূপ খনন করা সম্ভব হয়নি। তবে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে মেয়েটিকে উদ্ধার করতে।