বিষাক্ত বাতাসে ১২ লক্ষাধিক ভারতীয়র মৃত্যু!

SHARE

বায়ু দূষণ ভারতে ভয়াবহ আকার নিয়েছে। বিষাক্ত বাতাসের কারণে ২০১৭ সালে ভারতে ১২ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর ২০১৫ সালে ১১ লাখ মানুষের মৃত্যু হয়েছিল ভারতে। ২০১৯ সালের স্টেট অব গ্লোবাল এয়ার রিপোর্ট এমনটাই বলছে।

স্টেট অব গ্লোবাল এয়ার রিপোর্ট বলছে, ভারতে ২০১৭ সালে ১২ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বিষাক্ত বাতাসে। আর একই কারণে ২০১৫ সালে ১১ লাখ মানুষের মৃত্যু হয়েছিল। ২০১৭ সালে মৃতের সংখ্যা ১ লাখ বেড়ে গেছে। বিশ্বের মধ্যে বায়ুদূষণে অতি বিপজ্জনক রাজধানীগুলোর মধ্যে এক নম্বরেই রয়েছে দিল্লি।

বিশ্বের প্রথম ২০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ১৫টিই ভারতের। বিশ্বে যে যে কারণগুলোতে সবচেয়ে বেশি মৃত্যু হয়, তার মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বায়ুদূষণ। দিল্লি, গুরগাঁও ও ফরিদাবাদসহ ভারতের গাঙ্গেয় শহরগুলোতে পরিস্থিতি এতটাই খারাপ যে, কোনও ব্যক্তি যদি ধূমপায়ী না-ও হন, তাও স্রেফ বায়ুদূষণের জন্য তিনি চেন স্মোকারের সমান ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

সূত্র : নিউজ এইটিন