প্রথম নারী প্রেসিডেন্ট পেল স্লোভাকিয়া

SHARE

স্লোভাকিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন দুর্নীতিবিরোধী প্রার্থী জুজানা কাপুতোভা। এই নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে জুজানা হতে যাচ্ছেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের হাই প্রোফাইল প্রার্থী মারোস সেফকোভিককে হারিয়েছেন জুজানা কাপুতোভা। জুজানা’র কোনো রাজনৈতিক অভিজ্ঞতাই ছিল না।

স্লোভাকিয়ায় গত বছর এক সাংবাদিককে হত্যা করা হয়। ওই ঘটনা এ নির্বাচনে অনেক ভূমিকা রেখেছে। জ্যান কুচিয়াক নামের এই সাংবাদিক পরিকল্পিত অপরাধের সঙ্গে রাজনীতিকদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছিলেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাকে ও তার বাগদত্তাকে গুলি করে হত্যা করা হয়।

নির্বাচনী প্রচারণা য় জুজানা বলেছিলেন, প্রেসিডেন্ট পদে তার দাঁড়ানোর পেছনে জ্যান কুচিয়াকের মৃত্যুই অন্যতম প্রধান কারণ।

সূত্র : বিবিসি