ফের প্রত্যাখ্যাত হলো মে’র ব্রেক্সিট চুক্তি

SHARE

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তি আবারও প্রত্যাখ্যান করেছে পার্লামেন্ট। এ নিয়ে তৃতীয়বার প্রত্যাখ্যাত হলো এই চুক্তি।

গতকাল শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট ইস্যুতে ভোটাভুটি হয়েছে। এই ভোটাভুটিতে মে’র চুক্তিটির পক্ষে ২৮৬ এবং বিপক্ষে ৩৪৪ ভোট পড়েছে। এতে ব্রেক্সিট পরিকল্পনা আরও অনিশ্চিত হয়ে পড়ছে।

এদিকে, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক এক টুইট বার্তায় জানিয়েছেন, আগামী ১০ এপ্রিল কাউন্সিলের বৈঠক আহ্বান করবেন তিনি।

উল্লেখ্য, এর আগেও দুই ধাপে থেরেসা মে’র ব্রেক্সিট চুক্তি প্রত্যাখ্যাত হয়েছিল।

সূত্র : বিবিসি