মোদি হতে ছয় ঘণ্টা!

SHARE

বিবেক ওবেরয় থেকে নরেন্দ্র সিং মোদি হয়ে উঠতে ছয় ঘণ্টা সময় লেগেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদির ওপর নির্মিত ছবিতে মোদির ভূমিকায় দেখা যাবে বিবেক ওবেরয়কে। আর এই বলিউড তারকার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লুকের দিক থেকে মোদি হয়ে ওঠা। আর সেই চ্যালেঞ্জে তিনি উতরে গেছেন।

বিবেকের এই মোদি হয়ে ওঠার সফর বেশ কষ্টসাধ্য ছিল। ছবির প্রযোজক সন্দীপ সিং বলেছেন, ‘এই ছবিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিবেক ওবেরয়কে কীভাবে মোদি জির লুকে আনা যায়। প্রধানমন্ত্রীর খুঁটিনাটি জিনিস আমরা লক্ষ করেছি। একবার মিটিংয়ের সময় আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে ছবিটা আমরা বানাব না।’

শুটিং শুরু করার আগে ঘণ্টার পর ঘণ্টা ধরে বিবেককে মেকআপ করতে হতো। এ প্রসঙ্গে বিবেক বলেন, ‘আমাকে বলাই হয়েছিল একটা দীর্ঘ প্রক্রিয়া আছে। পুরো মেকআপ করতে ছয় ঘণ্টা সময় লাগত। মেকআপের পরে যখন প্রথম লুক সামনে এসেছিল, তখন কোনো দিক থেকেই আমাকে মোদির মতো লাগছিল না।’

ছবির মেকআপ আর্টিস্ট প্রীতি অবশ্য হার মানেননি। তিনি শেষ একটা সুযোগ চেয়েছিলেন। এর পরের পরীক্ষায় প্রীতি উতরে যান। মেকআপের পর বিবেকের প্রথম ফটোশুটে যে লুক আসে, তা ছবির নির্মাতা থেকে পরিচালক—সবার পছন্দ হয়। ছবির পরিচালক উমাংগ কুমার বলেন, ‘বিবেক গোঁফ লাগানোর পর একদম মোদি জির লুক আসে। আমি মেকআপ টিমকে বলি, এই নিয়ে তারা যেন আর কোনো পরীক্ষা-নিরীক্ষা না করে।’

নরেন্দ্র সিং মোদির ওপর নির্মিত ছবিটি আগামী ৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা। এরই মধ্যে ছবিটিকে ঘিরে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিরোধিতা করছে। অভিযোগ উঠেছে, নির্বাচনের মুখে ছবিটি মুক্তি পাচ্ছে বলে ভোটারদের এই ছবিটি প্রভাবিত করতে পারে।