থাই নির্বাচনে কারচুপির অভিযোগ

SHARE
Thai soldiers keep vigil as Muslim teenagers shout slogans during a demonstration in front of the central mosque in Pattani province, one of three insurgency-torn Thai provinces bordering Malaysia, 04 June 2007. Protesters gathered for a fifth day to demand an end of the state of emergency and the immediate withdrawal of troops from the region following the deadliest attack late 31 May against Thai soldiers since 2004. AFP PHOTO/Pornchai KITTIWONGSAKUL (Photo credit should read PORNCHAI KITTIWONGSAKUL/AFP/Getty Images)

থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন জান্তা সরকার কারচুপি করছে বলে অভিযোগ উঠছে। ঘুষ দিয়ে সেনাবাহিনী ভোট কিনেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন অনেকে। নির্বাচনে বড় আকারে অনিয়মের অভিযোগ তুলেছেন থাকসিন।

গত রোববার ভোটগ্রহণের পর বুথ ফেরত ফলাফলে দেখা যায়, দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পিউ থাই পার্টি (পিটিপি) এগিয়ে ছিল।

এর কিছুক্ষণ পরেই নির্বাচন কমিশন (ইসি) জানায়, ফলাফল ঘোষণা করতে কয়েক সপ্তাহ লেগে যাবে। কিন্তু কি কারণে বিলম্ব হবে তার কিছুই জানায়নি ইসি। ফলে নির্বাচনে অনিয়মের অভিযোগ আরও জোরালো হচ্ছে।