নিউজিল্যান্ড ট্র্যাজেডি : তদন্ত করবে রয়্যাল কমিশন

SHARE

১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসীর হামলায় ৫০ জন মুসল্লি নিহত হয়। এই ঘটনার তদন্ত করবে নিউজিল্যান্ডের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা রয়্যাল কমিশন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এ কথা জানিয়েছেন। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান।

জাসিন্ডা আরডার্ন বলেন, ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনাটি আমাদের ইতিহাসের কালো অধ্যায়। তাই সর্বোচ্চ তদন্তকারী সংস্থা রয়্যাল কমিশন এর তদন্ত করবে।

তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে সদস্যরা এ বিষয়ে একমত পোষণ করেছেন। ওই হামলা প্রতিরোধে করণীয় কী ছিল সেটিও খাতিয়ে দেখবে রয়্যাল কমিশন।

সূত্র : এবিসি নিউজ