উড়ন্ত একে-৪৭ ড্রোনের ভিডিও প্রকাশ করেছে রাশিয়া

SHARE

এবার রাশিয়ার তৈরি কালাশনিকভ একে-৪৭ ড্রোনের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার রাশিয়ায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।

সেই ড্রোনে সংযুক্ত অ্যাসাল্ট রাইফেল গুলি বর্ষণ করতে সক্ষম। অবশ্য ২০১৮ সালের ফেব্রুয়ারিতেই রাশিয়ার অস্ত্র নির্মাতা আলমাজ অ্যান্টি এ ধরনের অস্ত্রের পেটেন্ট দাবি করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই অস্ত্রের ব্যাপারে ব্যাপক আলোচনা-সমালোচনা হয় বিশ্বব্যাপী।

ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ড্রোন আকাশে উড়ে ওঠার পর নিজের থেকেই লক্ষ্যবস্তুতে গুলি চালাতে সক্ষম। এমনকি ১০ রাউন্ড পর্যন্ত গুলি চালাতে পারে একেকটি ড্রোনের রাইফেল।

উড়ন্ত অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে গুলি চালানোর ক্ষমতা রয়েছে ড্রোনটির। এমনকি গুলি ছোঁড়ার পর যদি লক্ষ্যবস্তু রক্ষা পায়, তাহলে পুনরায় হামলা চালিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে। টার্গেটকে শেষ করে তবেই অন্য টার্গেটের দিকে এগিয়ে যাবে এই ড্রোন।