কলকাতায় কালবৈশাখী ঝড়, বজ্রপাতে দুজন নিহত

SHARE

পশ্চিমবঙ্গের কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় গতকাল কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এতে বেশ কিছু বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে বজ্রপাতে দুজন নিহত হয়েছে ও বেশ কয়েকজন আহত হয়েছে।

শুক্রবার বিকাল থেকে কলকাতায় ঝড়ো হাওয়া ছিল। এদেব পূর্ব বর্ধমান ও বুদবুদে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়ছে বলে জানানো হয়।

ঘুর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৮ কিলোমিটার। ঝড়ের কারণে শিয়ালদহে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে ঝোড়ো হাওয়ায় মুচিপাড়া থানার পুলিশের গাড়িতে গাছ পড়ে ক্ষয়ক্ষতি হয়।