দুই সপ্তাহ পর ওয়েবসাইটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বিজেপি

SHARE

দুই সপ্তাহের বেশি সময় ধরে হ্যাকারদের কবলে থাকার পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ওয়েবসাইট স্বাভাবিক হয়েছে। শুক্রবার ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ ফিরে পায় বিজেপি।

এর আগে গত ৫ মার্চ ভারতের ক্ষমতাসীন দলটির ওয়েবসাইট হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। এ ব্যাপারে ফ্রান্সের নিরাপত্তা বিশ্লেষক এলিয়েট অ্যান্ডারসন এক টুইট বার্তায় লেখেন, কয়েক সপ্তাহ ধরে নিয়ন্ত্রণে রাখার পর বিজেপির ওয়েবসাইট ফিরিয়ে দিয়েছে হ্যাকাররা। তবে ওটা আর ওয়েবসাইট নেই, কেবল একটি পাতা হয়ে আছে।

তিনি আরো বলেন, হ্যাকারদের কবলে পড়ার কারণে বিজেপি নিজেদের আর্কাইভে রাখা সকল তথ্য হারিয়েছে। আর তাদের কোনো ব্যাকআপও ছিল না।

গত ১২ মার্চ ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানিয়েছিলেন, বিজেপির ওয়েবসাইট হ্যাক হয়েছে। তবে কোনো ডাটা হারানোর শঙ্কার ব্যাপারে তথ্য প্রকাশ করেননি তিনি।