যুক্তরাজ্যে এক রাতে চার মসজিদে হাতুড়ি নিয়ে হামলা

SHARE

যুক্তরাজ্যে চারটি মসজিদে হাতুড়ি নিয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডে হামলার ঘটনাগুলো ঘটেছে। সেখানকার মসজিদে হাতুড়ি নিয়ে দুর্বৃত্তদের হামলার ঘটনায় যদিও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ওই হামলায় মসজিদগুলোর জানালা, দরজা ভেঙে গেছে।

হামলার ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে। ওই হামলার পর থেকেই বার্মিংহামের লোজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সেখানকার মুসলমানরা আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করছে। আগামীকাল শুক্রবার জুমআর নামাজের সময় হামলার আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, বুধবার রাতে মসজিদগুলোতে হাতুড়ি নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় এক মসজিদের সাতটি জানালা ও দু’টি দরজা ভেঙে গেছে।

মসজিদের ইমামের বরাত দিয়ে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত ১টা ৩০ মিনিট থেকে ২ টার মধ্যে হামলার ঘটনা ঘটেছে। অবশ্য ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ বলছে, বুধবার রাতে হামলার শঙ্কায় আগে থেকেই তারা সতর্ক বার্তা দিয়েছিলেন।