মোজাম্বিকে ঘূর্ণিঝড় : সহস্রাধিক লোকের প্রাণহানির আশঙ্কা

SHARE

মোজাম্বিকে গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় ইদাই আঘাত হানে।ওই ঘূর্ণিঝড়ের কারণে প্রাণহানির সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যেতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি। সোমবার রেডিওতে দেওয়া এক বক্তব্যে এ আশঙ্তা প্রকাশ করেন তিনি।

মোজাম্বিকে প্রেসিডেন্ট বলেন, ঘূর্ণিঝড় ইদাইয়ের কারণে এখন পর্যন্ত প্রায় ১০০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে আশঙ্কা করছি প্রাণহানি ১ হাজার ছাড়িয়ে যাবে।

তিনি জানান, ঘূর্ণিঝড় ইদাইয়ের ফলে সৃষ্ট বন্যায় ১ লাখ লোক বিপদে আছে।

এদিকে, মোজাম্বিকের পরিবেশমন্ত্রী সেলসো কোরেয়া বিরা বলেন, ঘূর্ণিঝড়টি দেশটির সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। এখন আমাদের সবচেয়ে অগ্রাধিকার হচ্ছে মানুষকে বাঁচানো।

সূত্র : এএফপি