এপ্রিল-মেতে সাত ধাপে ভোট দেবে ভারতের জনগণ, ক্ষমতায় যেতে লড়বে বিরোধীদল

SHARE

চলতি বছরের এপ্রিল ও মে মাসে সাত ধাপে ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে দেশের নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত লোকসভা নির্বাচনের জন্য সাত ধাপে ভোটগ্রহণ হবে। ভোট গণনা হবে ২৩ মে পর্যন্ত।

ভোট দেবে সে দেশের ৯ শত মিলিয়ন ভোটার। এবারের নির্বাচন হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন। সেই নির্বাচনে মোদির বিজেপি যেমন ক্ষমতায় থাকার চেষ্টা করবে, অন্যদিকে বিরোধীদল কংগ্রেসের চেষ্টা থাকবে হারানো ক্ষমতা ফিরে পাবার।

সরকার গঠন করার জন্য কোনো দলের অন্তত দুইশ ৭২ আসনের দরকার। সে দেশে সর্বমোট আসন সংখ্যা পাঁচশ ৪৩। একশ ৩৩ বছরের পুরনো দল কংগ্রেস চেষ্টা করবে সরকার গঠনের।

যদিও ২০১৪ সালের নির্বাচনে মাত্র ৪৪টি আসন পায় দলটি। তার আগে পেয়েছিল দু’শ ছয় আসন। দলটি পপুলার ভোট পায় মাত্র ২০ শতাংশ।

যদিও সেই ধাক্কা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে দলটি। অন্যদিকে হিন্দু জাতীয়তাবাদী চেতনা নিয়ে রাজনীতি করছে বিজেপি। এবারে নির্বাচনেও সেটার প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।