আলজেরিয়ায় লাখো জনতার সরকারবিরোধী বিক্ষোভ

SHARE

আলজেরিয়ায় প্রেসিডেন্ট আব্দেল আজিজ বৌটেফ্লিকাস সরকারের বিরুদ্ধে লাখো জনতা ব্যাপক বিক্ষোভ করেছে। জনতাকে বিক্ষোভ থেকে বিরত রাখতে দাঙ্গা পুলিশ নামায় সরকার।

দেশটির প্রেসিডেন্ট তার মেয়াদ আরো বৃদ্ধি করায় এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল শুক্রবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে লাখো মানুষ সরকারবিরোধী বিক্ষোভ-সমাবেশ করেছে। গতকাল আর্ন্তজাতিক নারী দিবস হওয়ায় এই বিক্ষোভে উল্লেখযোগ্য সংখ্যক নারী অংশ নিয়েছে। এ বিক্ষোভের কারণে ট্রেন ও মেট্রো সার্ভিস কোনো ব্যাখ্যা ছাড়াই বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সংবাদসংস্থাগুলো জানিয়েছে বেশিরভাগ স্থানে বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও শহরের কয়েকটি জায়গায় বিক্ষোভকারীদের লক্ষ করে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

সূত্র : আল-জাজিরা