কাশ্মীর সীমান্তে উত্তেজনা অব্যাহত, আতঙ্কে স্থানীয়রা

SHARE

কাশ্মীর সীমান্তে এখনো উত্তেজনা অব্যাহত রয়েছে। বুধবার ওই সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। সীমান্তে চলমান উত্তেজনায় স্থানীয় অধিবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। গ্রাম ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে; সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

গোলাগুলির ঘটনায় দুই দেশের সেনাবাহিনীই একে অপরকে দোষারোপ করছে। ভারতের দাবি, বুধবার সকালে তৃতীয়বারের মতো অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

ভারতের প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল বেনন্দ্র আনন্দ জানান, রাজৌরির নিয়ন্ত্রণরেখা অঞ্চলে প্রচুর গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীও জবাব দিয়েছে।

এদিক, চলমান উত্তেজনা ও গোলাগুলির ঘটনায় উভয় কাশ্মীরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সূত্র : রয়টার্স, গ্লোবাল নিউজ