৭ মার্চ আর্মি স্টেডিয়ামে ‘জয়বাংলা কনসার্ট’

SHARE

আগামীকাল ৭ মার্চ, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জয়বাংলা কনসার্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে এ কনসার্টের আয়োজন করা হয়েছে।

দেশের তরুণ-যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ করতে প্রতি বছরের মতো এবারো বিশাল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়বাংলা কনসার্ট।

কনসার্টে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে দেশাত্ববোধক যে গানগুলো প্রচারিত হয়েছিল সেই গানগুলোই দেশের সেরা ব্যান্ড দলসমূহ পরিবেশন করবে।

২০১৫ সাল থেকে ইয়াং বাংলা প্রতিবছর এই কনসার্টের আয়োাজন করে আসছে। ২০১৭ সালের ৩০ অক্টোবর জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ার পর এই উদযাপনটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আর্মি স্টেডিয়ামের এই মেগা ইভেন্টে প্রবেশ করতে কোনো টাকা না লাগলেও আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে।