৪৮ ঘণ্টা পর চালু হলো পাকিস্তানের বিমানবন্দর

SHARE

বুধবার বিকেল থেকে পাকিস্তানের বিমানবন্দরগুলো বন্ধ থাকার পর শুক্রবার পুনরায় সেগুলো চালু হয়েছে। ৪৮ ঘণ্টা পাকিস্তানের আকাশে সব ধরনের বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকার পর বিমানবন্দরগুলো চালু হয়েছে বলে সামা টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ফলে করাচি, পেশওয়ার, কুয়েত্তা এবং ইসলামাবাদ বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হলো। ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে একজন পাইলটকে আটকের পর এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

আজ শুক্রবার ভারতীয় পাইলটকে ফিরিয়ে দেয়ার কথা ইসলামাবাদের। এদিকে শুক্রবার ভোর ৫টা থেকে পাকিস্তানের বিমানবন্দর চালু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা হয়নি।

জানা গেছে, সন্ধ্যা ৬টা থেকে বিমান চলাচল শুরু হবে। তবে লাহোর, মুলতান, ফয়সালাবাদ বিমানবন্দর চালু হওয়ার ব্যাপারে এখনো সঠিক সিদ্ধান্ত জানা যায়নি।