বইমেলায় রাজ্জাককে নিয়ে বই

SHARE

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ‘নায়করাজ রাজ্জাক: জীবন ও কর্ম’ নামের গ্রন্থটি। বইটি প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়ের অন্তর্গত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। পাওয়া যাবে একুশে বইমেলায় বাংলা একাডেমি চত্বরে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ২৬ নাম্বার স্টলে।

গবেষণামূলক এ গ্রন্থটিতে উঠে এসেছে এক রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেও নায়করাজ কীভাবে সংস্কৃতিমনা হয়ে উঠলেন। একজন ফুটবলার হয়েও অভিনয়কে কেনই বা বেছে নিলেন। থিয়েটার থেকে রূপালি পর্দায়, এরপর নায়ক থেকে নায়করাজ সবই তুলে ধরেছেন এ গবেষণায়।

জীবন উত্থানের নানা পর্যায়, নানা অভিজ্ঞতা সাথে যুদ্ধ করে কীভাবে ‘নায়করাজ উপাধি’ পেয়েছেন। এমন অনেক অব্যক্ত না বলা অনেক কথা রয়েছে বইটিতে।

বইমেলার পাশপাশি অনলাইন বিপণন প্রতিষ্ঠান রকমারি ডটকমেও পাওয়া যাবে বইটি