রাসায়নিকের গুদাম না সরানো দুঃখজনক : প্রধানমন্ত্রী

SHARE

উদ্যোগ নেওয়ার পরও পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম না সরানো দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নিতে আজ শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, এই ঘনবসতির এলাকায় যেন আর কেমিক্যাল না থাকে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত বুধবার রাতের এ ঘটনার পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চকবাজারের অগ্নিকাণ্ডের উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ ঘটনায় মোট ৬৭ জন প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন অনেকে। এর মধ্যে ৯ জন ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।