ইরানে হামলাকারীরা পাকিস্তানি!

SHARE

ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে গত সপ্তাহে ইরানের রেভল্যুশনারি গার্ডের ওপর যে আত্মঘাতী হামলা চালানো হয় তার হামলাকারী হাফিজ মোহাম্মদ আলী। তিনি পাকিস্তানি নাগরিক। ও হামলায় জড়িত অপর দুই ব্যক্তিও পাকিস্তানের নাগরিক।

ইরানের রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর এই মন্তব্য করেছেন।গত ১৩ ফ্রেব্রুয়ারি ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে চালানো হামলা চালানো হয়। এতে ইরানের রেভল্যুশনারি গার্ডের ২৭ সদস্য নিহত হন। জঙ্গী গোষ্ঠী জেইশ আল-আদল ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

ইরানের অভিযোগ, পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো হামলাকারীদের আশ্রয় দিচ্ছে।

সূত্র : দ্য হিন্দু, পার্স টুডে