পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করল ইরান

SHARE

গত ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানি গোষ্ঠী জয়েশ-আল আদি পাকিস্তানের সীমান্তের কাছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায়। এ হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের ২৭ সদস্য নিহত হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান।

ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

ওই জঙ্গি হামলার ঘটনায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা চলছে। নিরাপত্তাবাহিনীর সদস্যদের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে বলে শনিবার হুঁশিয়ারি দেয় তেহরান।

ইরানের সংবাদসংস্থা বলছে, পাকিস্তানি জঙ্গিদের আত্মঘাতী হামলায় ইরানের বিপ্লবী গার্ডের ২৭ সদস্য নিহতের ঘটনায় পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান।

সূত্র : এএফপি