যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিবাদের ঝড়

SHARE

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি অবস্থা জারি করেছেন। আর এই ঘোষণায় বিক্ষোভ করেছে দেশটির জনতা।

শনিবার দ্বিতীয় দিনের মতো দেশটির বিভিন্নস্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার রাতে নিউ ইয়র্কে ট্রাম্প হোটেলের সামনে হাজারো প্রতিবাদকারী জড়ো হয়। তারা ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিয়েছে।

অবৈধ অভিবাসী ঠেকাতে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়াল নির্মাণের সিদ্ধান্তকে অজুহাত হিসেবে দেখছেন অনেকেই। তারা মনে করেন, ২০২০ সালের নির্বাচনে জয়ী হতে এটি ট্রাম্পের একটি রাজনৈতিক ইস্যু।