বাংলাদেশি বংশোদ্ভূত সেই তরুণীকে ব্রিটেনে ফিরিয়ে আনার আহ্বান

SHARE

সিরিয়ায় জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী শামিমা বেগম। ১৯ বছর বয়সী এই তরুণী বর্তমানে অন্ত:সত্ত্বা। তাই তাকে ‘জরুরীভাবে’ ব্রিটেনে ফিরিয়ে আনার আহবান জানিয়েছে তার পরিবার।

পূর্ব লন্ডন নিবাসী শামিমার পরিবার জানিয়েছে, শামিমার গর্ভে থাকা শিশুসন্তান ‘সম্পূর্ণ নিরপরাধ’। এবং ব্রিটেনের ‘শান্তি ও নিরাপত্তা’র মধ্যে বেড়ে ওঠার অধিকার রয়েছে এই অনাগত সন্তানের।

এদিকে সংবাদ মাধ্যম টাইমস-কে দেওয়া এক সাক্ষাতকারে শামিমা আশঙ্কা প্রকাশ করে জানান, তিনি ব্রিটেনে ফিরে গেলে তার সন্তানকে সরিয়ে ফেলা হতে পারে।

প্রসঙ্গত, ২০১৫ সালে জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দিতে পূর্ব লন্ডন ছেড়ে যান তিন স্কুলছাত্রী। এদেরই একজন শামিমা বেগম। সংবাদমাধ্যম টাইমস-কে তিনি জানিয়েছিলেন, তিনি এখন নয়মাসের গর্ভবতী। তিনি তার অনাগত সন্তানের জন্য দেশে (ব্রিটেনে) ফিরতে চান।

সূত্র : বিবিসি