ছয়দিনের সফরের শুরুতে জার্মানি রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানিতে মিউনিক নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার ২০ মিনিটে সরাসরি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ভিভিআইপি ফ্লাইটে তিনি রওনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫-১৭ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে ৫৫তম সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফরে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলসহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
জার্মানির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭-১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।
১৭ ফেব্রুয়ারি আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি।




