ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় এক নারী মন্ত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ত্রিপুরা সরকারেরই আরেক মন্ত্রীর বিরুদ্ধে। টুইটারে সেই মুহূর্তের ভিডিও পোস্ট হতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়।
জানা গেছে, ত্রিপুরার ক্রীড়ামন্ত্রী মনোজকান্তি দেব বেশ আপত্তিজনক ভাবেই স্পর্শ করেছেন সেই রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমাকে।
আগরতলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই ঘটেছে ওই ঘটনা। যদিও ত্রিপুরার বিজেপি নেতৃত্ব ওই ভিডিওকে উদ্দেশ্য প্রণোদিত ও বিরোধীদের ষড়যন্ত্র বলেই মনে করছে। প্রসঙ্গত, এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও উপস্থিত ছিলেন।
ভিডিওটি টুইট করা হয়েছে বিজেপি-বিরোধী শিবির থেকেই। ত্রিপুরায় বামফ্রন্টের পক্ষ থেকে ক্রীড়ামন্ত্রীর অপসারণ দাবি করা হয়েছে। মনোজকান্তি অবশ্য পুরো ঘটনা সম্পর্কে নীরব আছেন।
বাম নেতাদের দাবি, জনসমক্ষে এমন যৌন হয়রানি করে নারীর নিরাপত্তা ও মর্যাদাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। প্রসঙ্গত, সান্ত্বনা চাকমা ত্রিপুরার বিজেপি মন্ত্রিসভার একমাত্র নারী সদস্য।