ঐতিহ্য ভেঙ্গে প্রধানমন্ত্রী হতে চান থাই রাজকুমারী!

SHARE

প্রধানমন্ত্রী পদে লড়াই করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন থাই রাজকুমারী উবোলত্রানা মাহিদল। থাইল্যান্ডের রাজপরিবারের রাজনীতির বাইরে থাকার ঐতিহ্য রয়েছে। আর তাই এই ঘোষণায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন থাই রাজা ভাজিরালংকর্ণ।

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পক্ষে একটি দলের হয়ে নির্বাচন করবেন মাহিদল। শুক্রবার প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

উবোলত্রানা মাহিদল থাইল্যান্ডের বর্তমান রাজার ভাজিরালংকর্ণের বোন। তার প্রধানমন্ত্রীর হ্ওয়ার ইচ্ছাকে অসাংবিধানিক বলে অভিহিত করেছেন থাই রাজা।

বোনের এই অভিপ্রায়ে ক্ষুব্ধ হয়েছেন থাই রাজা। তিনি এর প্রতিক্রিয়ায় একটি বিবৃতিতে দিয়েছেন।

তিনি বলেছেন, রাজপরিবারের সদস্যের রাজনীতিতে জড়িত হওয়ার বিষয়টি মেনে নেয়া যায় না।

সূত্র : বিবিসি