মিয়ানমারে সহিংসতায় মানবিক বিপর্যয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

SHARE

মিয়ানমারের রাখাইন ও দক্ষিণ শিন প্রদেশে সহিংসতা বেড়েই চলেছে। এতে ব্যাপক মানবিক বিপর্যয় ঘটায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

জেনেভায় ইউএনএইচসিআর মুখপাত্র এক ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেছেন।

মিয়ানমারের সহিংসতার শিকার হয়ে বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর অনেকেই নিরাপত্তার আশায় বাংলাদেশের সীমান্ত পেরিয়ে বান্দরবান এলাকায় আশ্রয় নিচ্ছে।

এ বিষয়ে জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে ইউএনএইচসিআর-এর মুখপাত্র আন্দ্রেজ মেহেসিক বলেন, মিয়ানমারের রাখাইন ও দক্ষিণ শিন প্রদেশের সহিংস ঘটনায় আমরা উদ্বিগ্ন। সেখানে অভ্যন্তরীণ ভাবে মানুষেরা স্থানচ্যুত হচ্ছে।

মিয়ানমারে মানবিক সোয়তা দেয়ার জন্য ইউএনএইচসিআর প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে মিয়ানমার থেকে যারা বাংলাদেশে আসছে তাদেরকে সহায়তা দেয়ার জন্যও প্রস্তুত ইউএনএইচসিআর।

এছাড়া সংস্থাটি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও নেতৃত্বের প্রতি সন্তোষ প্রকাশ করেছে।