ব্রাজিলের ফুটবল ক্লাবে ভয়াবহ আগুন; নিহত ১০!

SHARE

বিমান দুর্ঘটনায় শাপেকোয়েন্সের প্রায় সকল খেলোয়াড়-কর্মকর্তাদের মৃত্যুর দুঃসহ স্মৃতি মুছে যাওয়ার আগেই আবারও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল ব্রাজিলের ফুটবল! এবার দেশটির অন্যতম বড় ফুটবল ক্লাব ফ্লামেঙ্গোর যুব দলের অনুশীলন কেন্দ্রের কাছে ডরমিটরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে! আহত হয়েছেন আরও তিন জন।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর ০৫:১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ডরমিটরিতে যখন আগুন লাগে তখন খেলোয়াড়রা ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ভয়াবহ আগুনে ওই ডরমিটরির বড় একটি অংশ পুড়ে গেছে। দুই ঘণ্টার বেশি সময় পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাজধানী রিও ডি জেনিরোতে ক্লাবটির অনুশীলন মাঠ নিনহো ডি উরুবুতে অবস্থিত ওই ডরিমটরি ১৪ থেকে ১৭ বছরের কিশোর ফুটবলাররা ব্যবহার করত। মাত্র দুই মাস আগে নিনহো ডি উরুবু সেন্টার সম্প্রসারণের কাজ করা হয়। অগ্নিকাণ্ডে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে ফায়ার ফাইটারদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ নভেম্বর কোপা সাউদামেরিকার এই ফাইনাল ম্যাচটি খেলতে যাওয়ার সময় বিধ্বস্ত হয় ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সের খেলোয়াড়-কর্মকর্তাদের বহনকারী বিমান। ভয়াবহ সেই বিমান দুর্ঘটনায় বিমানের ৭৭ জন আরোহীর ৭১ জনই নিহত হয়! যার অধিকাংশই ছিলেন শাপেকোয়েন্সের খেলোয়াড়-কর্মকর্তা-কোচিং স্টাফের সদস্য।