বায়ু দূষণে ব্যাংককের ৪০০ স্কুল বন্ধ

SHARE

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত কয়েক সপ্তাহ ধরে বায়ু দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করতে চার শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সম্প্রতি প্রচণ্ড দূষণে ব্যাংককের বাতাস ভারী হয়ে আছে। হঠাৎ কয়েক সপ্তাহ ধরে শহরটি আবছায়ায় অন্ধকার হয়ে পড়েছে। রাস্তায় বা গণপরিবহনে নাক-মুখে মাস্ক অথবা রুমাল আঁকড়ে ধরে মানুষকে চলাচলের দৃশ্য দেখা যাচ্ছে।

ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রজেক্টের (একিউআইসিএন) তথ্য অনুযায়ী, ব্যাংককের এয়ার কোয়ালিটি সূচক (একিউআই) বর্তমানে ১৭০ এর কাছাকাছি। এটি অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি করছে। যদিও এই এয়ার কোয়ালিটি ভারতের রাজধানী নয়াদিল্লির পরিবেশের থেকে প্রায় অর্ধেক।

শিশুদের এ পরিস্থিতি থেকে বাঁচাতে চার শতাধিক স্কুল ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। কতদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ।