স্বঘোষিত প্রেসিডেন্টের দেশত্যাগে নিষেধাজ্ঞা; ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

SHARE

ভেনেজুয়েলার বিরোধী নেতা এবং স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদোর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসাথে তার ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট এ আদেশ জারি করেছে।

গত সপ্তাহে জুয়ান গুয়াইদো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন। এতে দেশটিতে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। এই পরিপ্রেক্ষিতে ওই পদক্ষেপের ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট।

জুয়ান গুইদো যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট। অন্যদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সমর্থন করছে রাশিয়াসহ আরো কয়েকটি দেশ।

জানা গেছে, জুয়ান গুয়াইদোর বিরুদ্ধে সাংবিধানিক স্থিতিশীলতায় আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট।

সূত্র : বিবিসি, রয়টার্স