ওদেরকে আমি অভিশাপ দিচ্ছি : তনুশ্রী

SHARE

ভারতে MeToo মুভমেন্ট শুরু করে যুক্তরাষ্ট্র পাড়ি দিয়েছেন তনুশ্রী দত্ত। ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে তাঁকে যৌন হেনস্থা করেছিলেন নানা পাটেকর। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তনুশ্রী। জনসমক্ষে এই ঘটনা তুলে ধরে অনেক নিগৃহীতাকেই মুখ খোলার সাহস জোগান তিনি। তবে এখনও বিক্ষুব্ধ তনুশ্রী। যাঁরা যাঁরা তনুশ্রীর অভিযোগকে মিথ্য়ে প্রমাণ করার চেষ্টা করেছেন প্রত্যককে অভিশাপ দিলেন তিনি। বললেন, আমি মন থেকে ওদের অভিশাপ দিচ্ছি।

এক ভারতীয় সংবাদমাধ্যমকে তনুশ্রী বলেন, গণেশ আচার্য্য, এক অকৃতজ্ঞ খারাপ মানুষ। ‘হর্ন ওকে প্লিজ’ ছবিতে আমার জন্য উনি কাজ পেয়েছিলেন। আর তিনিই নানাকে সাহায্য করার জন্য আমার বিরুদ্ধে চলে গেলেন। শুধু নানা পাটেকরই আমায় হেনস্থা করেননি।এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন পরিচালক, প্রযোজক, অভিনেতা প্রত্যেকেই। আমার মামলায় গণেশ আচার্য্য নামও রয়েছে। তিনি মিডিয়ার সামনে আমার নিন্দা করে আমার প্রফেশনাল রেপুটেশন খারাপ করে দিয়েছেন।

তনুশ্রী আরও বলেন, রাখি সাওয়ান্ত, গণেশ আচার্য্য, নানা পাটেকর, রাকেশ সারাঙ্গ ও ছবির প্রযোজক সামি সিদ্দিকি- প্রত্যেককে আমি মন থেকে অভিশাপ দিচ্ছি। যারা যারা আমার নামে অপবাদ দিয়েছে কেউ এই অভিশাপ থেকে মুক্তি পাবেনা। তাদের পরবর্তী প্রত্যেকটা প্রজন্ম এর শাস্তি পাবে। আমি বা আমার পরিবার যেই পরিস্থিতির মুখোমুখি হয়েছি, ওরাও সেই পরস্থিতির মধ্যে পড়বে।