ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মাননা পাচ্ছেন প্রণব মুখার্জি

SHARE

ভারত রত্ন পাচ্ছেন তিনজন। সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ এবং গায়ক ভূপেন হাজারিকা সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মাননা পাচ্ছেন।

ওই তিনজনকে অভিনন্দন জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি লেখেন, প্রণব মুখার্জি আমাদের সময়ের অন্যতম সেরা রাষ্ট্রনেতা। দশকের পর দশক ধরে রাষ্ট্র নির্মাণে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। তার মতো বুদ্ধি এবং মেধা খুব কম মানুষেরই থাকে। তাকে ভার‍ত রত্ন দেওয়া হচ্ছে শুনে আমি আপ্লুত।

নানাজি সম্পর্কে মোদি লেখেন, উন্নয়নের বিকল্প পথ দেখিয়ে গ্রামের মানুষের মধ্যে নতুন চিন্তার জন্ম দেন নানাজি দেশমুখ। সমাজের নিম্নবর্গের মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে তিনি আদর্শ।

অাসামের বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকা প্রসঙ্গে মোদি লেখেন, নিজের গানে সামাজিক ন্যায় বিচারের কথা বলেছেন তিনি। প্রজন্মের পর প্রজন্ম তার গানের সমাদর করে এসেছে। তার হাত ধরে ভারতীয় সঙ্গীত বিশ্বের দরবারে পৌঁছে গেছে। তিনি ভারত রত্ন পাচ্ছেন বলে আমি আনন্দিত।