সাংবাদিকদের ওপর ড. কামালের হুমকির পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিজয়ের পতাকা র্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিজয়ের পতাকা শিরোনামের বর্ণাঢ্য এ র্যালির আয়োজন করে ঢাকা-১২ আসনের সর্বস্তরের জনগণ। র্যালিটি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে আসাদগেট প্রদক্ষিণ করে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টটিউশনের সামনে গিয়ে শেষ হয়। এতে নানা শ্রেণি-পেশার মানুষ লাল সবুজের পতাকা হাতে অংশ নেয়।
র্যালি থেকে বিজয়ের উৎসবে উজ্জীবিত হয়ে তরুণরা আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
র্যালিটির নেতৃত্ব ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্যপ্রার্থী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিনি আরও বলেন, যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এবারের নির্বাচনের মাধ্যমে তাদের মুখোশ উন্মোচিত হবে।